আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ঈদ সামগ্রী বিতরণ

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 202 দর্শন

 

সুন্দরবনের আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উদ্যোগে ঈদ উপহার সামগ্রি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই ) বেলা ১১ টায় সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৬ র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসল্লা ও পেয়াজসহ অন্যান্য সামগ্রী।


র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ইশতিয়াক হোসাইন বলেন, সুন্দরবনের দস্যুরা আত্মসমর্পণ করায় মাওয়ালী, বাওয়ালী, বনজীবী ও বন্যপ্রাণী সবাই এখন নিরাপদে রয়েছে। নির্ভয়ে সুন্দরবনে আসছেন দর্শণার্থী-পর্যবেক্ষক ও জাহাজ বণিকরা। এভাবেই সরকারের দূরদর্শিতায় সুন্দরবনকেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক সম্ভবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।
ঈদ সামগ্রি বিতরণকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী বনদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।
ঈদ সামগ্রি পাওয়ার পর এক প্রতিক্রিয়া আত্মসমর্পনকারী বনদুস্য পরিবারের সদস্যরা র‌্যাবের এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন