আবেগ,অনুভূতি না থাকলে মানুষ বড় হতে পারে না : আরএমপি কমিশনার

দ্বারা zime
০ মন্তব্য 227 দর্শন

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক বলেছেন, আবেগ,অনুভূতি না থাকলে মানুষ বড় হতে পারে না। মানুষের মধ্যে ভালোবাসা না থাকলে সেই মানুষ কখনই ভালো মানুষ হতে পারে না। এজন্য মানুষের মধ্যে আবেগ, অনুভূতি এবং ভালোবাসা থাকতে হবে আর তা অনস্বীকার্য। তাহলেই তো সে একজন সফল মানুষ হিসেবে সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করবে।আরএমপি কমিশনার তাঁর ব্যক্তি গত ফেইজবুক স্টাটাসে  আরো লিখেছেন, মনুষ্যত্বহীন এবং মানবতাহীন মানুষ কখনই পরিপূর্ণ মানুষ হতে পারে না। কখনও অহংকারী হইও না, অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং তা পতনের মূলে আর ভালোবাসা মানুষকে আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলে। তাই আমাদের প্রত্যেক কেই এই পন্থায় চলা উচিত তবেই সফলতা সম্ভব।

বৃহম্পতিবার রাতে আরএমপি কশিনার তাঁর ব্যক্তিগত ফেইজবুক Abu kalam আইডি তে উপরোক্ত কথা গুলো লিখে এক আবেগপূর্ণ স্টাটাস প্রদান করেন। মুহুর্ত্তেই আরএমপি কমিশনারের সেই দামী কথাগুলোর সাথে সহমত প্রকাশ করে  কমেন্ট করেন ৬৬ জন। এ থেকে বোঝা যায় আরএমপি কমিশনার একজন মানবিক ও জনবান্ধব পুলিশ অফিসার।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন