বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত বিভিন্ন সময়ে সরকারী দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন।
সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া এসএম তানভীর আরাফাত পিপিএম(বার) তাদেরকে পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ’সহ সার্বক্ষনিক খোঁজ-খবর নেন ।
পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধায়নে পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল এ্যাসিস্টেন্টদের আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে অদ্য ২৯/০৬/২০২০ খ্রিঃ তারিখ ০১ জন নন পুলিশ সদস্যসহ মোট ১৭ জন পুলিশ সদস্য সুস্থ্য হওয়ায় কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতাল ত্যাগের ছাড়পত্র প্রদান করা হয়।
এ সময়ে করোনা জয়ীদের সহিত সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার), সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া !!
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) এবং জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়াসহ অন্যান্য অফিসার/ফোর্সগণ। উল্লেখ্য অত্র জেলায় এ পর্যন্ত ১জন নন পুলিশ সদস্যসহ মোট ২৬ জন পুলিশ সদস্য করোনা ভাইরাস (কোভিড-১৯) জয় করে পুনরায় কর্মে যোগদান করেছেন।