প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 145 দর্শন

 

“প্রতিশ্রুতি”ছোট্ট এক স্বপ্নের বাস্তবায়ন”


সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় কর্মরত এএসআই শাহ জামাল কয়েকদিন আগে দায়িত্বরত অবস্থায় দুর্ঘটনায় পতিত হয়ে নিহত হন। তার মৃত্যুর পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার অসহায় হয়ে পড়েন।

দীর্ঘ কর্মজীবনে বৃদ্ধ বাবা-মায়ের জন্য বসবাস উপযোগী একটি বাসা তৈরি করতে পারেননি। একটি গোয়াল ঘরের একপাশে বৃদ্ধ বাবা-মা অন্য পাশে গৃহপালিত পশু থাকতো। মানবেতরভাবে তাদের জীবনযাপন চলছিল। তার মৃত্যুর পর জেলা পুলিশ সদস্যগণ সেখানে তাকে সমাহিত করতে গিয়ে তাদের মানবেতর জীবনযাপন দেখে আমাকে বিষয়টি জানান। যা শুনে আমি অত্যন্ত মর্মাহত হই। অসহায় বাবা মায়ের বসবাস উপযোগী একটি বাসা তৈরি করতে পরিকল্পনা করি।

পরিকল্পনা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে বাসাটি তৈরি করার উদ্যোগ গ্রহণ করি। তার বয়স্ক বাবা মা অফিসে দেখা করতে আসলে তাদের সার্বিক অবস্থা শুনে আমি অত্যন্ত মর্মাহত হই। অল্প সময়ের মধ্যে এই বয়স্ক বাবা মায়ের বসবাস উপযোগী বাসাটি জেলা পুলিশের অর্থায়নে তৈরি করি। তারা যেখানে বসবাস করতেন তা কোনোভাবেই একজন মানুষের বসবাস উপযোগী নয়। সন্তান হারানোর বেদনা এবং অনিশ্চিত ভবিষ্যৎ তাদের চোখেমুখে হতাশা ও নিঃস্ব হয়ে যাবার দুশ্চিন্তা লাগবে জেলা পুলিশ সুপার হিসেবে সামান্য ভূমিকা রাখার চেষ্টা করি।


আজ শাহ জামালের পরিবারের জন্য এই বাসাটি তৈরি করে দিতে পেরে নিজেকে কিছুটা হলেও হালকা মনে হচ্ছে। আমরা কত মানুষ কতভাবেই না জীবনকে উপভোগ করি কিন্তু কখনও খুঁজে দেখি না আমার পাশে থাকা মানুষদের অসহায়ত্ব।


শাহ জামালের বৃদ্ধ পিতা মাতার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পুলিশ বাহিনীর সদস্যগণ কতভাবেই না চিত্রায়িত হয় কিন্তু ভেতরের খবর কয়জনই বা রাখি। সন্তান হারানোর পর ও জেলা পুলিশের এই সামান্য কর্মে বৃদ্ধ বাবা-মা কিছুটা হলেও মনকে হালকা করতে পেরেছে ।যদিও কোন কিছুর বিনিময় দিয়েই এই ক্ষতি পূরণ হবার নয়।

পুলিশ বাহিনী যেকোনো প্রয়োজনে সকলের পাশে দাঁড়ায়। আমাদেরও দায়িত্ব তাদের ভালো-মন্দ দেখাশোনা করার। ছোট্ট বাসাটি হয়তো খুব বেশি কিছু নয় কিন্তু একজন সন্তান হিসেবে এই অসহায় বাবা মায়ের পাশে থাকতে পেরে মহান সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ।
মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সবার বিপদে পাশে থাকার তৌফিক দান করুন।

লেখক: 
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)
পুলিশ সুপার, সাতক্ষীরা





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন