কলারোয়ায় ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্বোধন!!

দ্বারা zime
০ মন্তব্য 351 দর্শন

 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও সাতক্ষীরা-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার আর.এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে র‌্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের প্রধান মেজর মাহবুব, সাতক্ষীরা সদর সার্কেলের  এডিশনাল  এসপি মেরিনা আক্তার, কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। প্রিজাইডিং অফিসারদের মধ্যে অধ্যাপক ইউনুস আলী ও সহকারী প্রিজাইডিং অফিসারদের মধ্যে প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি প্রমুখ বক্তব্য রাখেন। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন কর্মকর্তারা। পাশাপাশি ৭স্তরের নিরাপত্তা নিশ্চিতকরণের নিশ্চয়তা প্রদান করেন আইনশৃংখলা বাহিনীর জেলার শীর্ষ কর্মকর্তারা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন