কোন অবস্থায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবেনা; যশোরে নির্বাচন কমিশনার কবিতা খানম!!

দ্বারা zime
০ মন্তব্য 200 দর্শন

 

নির্বাচন কমিশনার কবিতা খানম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসাররা যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করে তাহলে ভোট কেন্দ্রে কোন প্রকার প্রতিকুলতার সৃষ্টি হবেনা। তিনি কঠোর হুশিয়ারি উচ্চারন কওে বলেন, কোন অবস্থা এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবেনা। প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্টদের অর্পিত দায়িত্ব কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। কারন নির্বাচন সংশ্লিষ্টদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হলে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হবে। ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে, কোন অবস্থাতেই সেটা নির্বাচন কমিশন প্রত্যাশা করেনা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৫ মনিরামপুরে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসারদের সাথে শনিবার মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময়সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল আওয়াল, খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার মুজিবর রহমান, যশোরের পুলিশ সুপার মঈনুল হক, মনিরামপুরের সহকারী রিটার্নিং অফিসার ইউএনও আহসান উল্লাহ শরিফী। প্রিজাইডিং অফিসারদের হুশিয়ার করে দিয়ে কবিতা খানম আরো বলেন, দেশবাসী সহ গোটা পৃথিবী এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এমন কোন কর্মকান্ড করবেন না, যার কারণে নির্বাচন কমিশনকে জনতার আদালতে দাঁড়াতে হয়। এবার যশোর-৫ (মনিরামপুর) আসনে ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১২৬ জন প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন