কুষ্টিয়া সদর উপজেলা বেলের মাঠে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন এক মাদক ব্যবসায়ী ।

সূত্র জানায়, কুষ্টিয়া সদর উপজেলার হররা বেলের মাঠে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির শব্দ শুনে পথচারীরা ফোন দেয় কুষ্টিয়া সদর থানা পুলিশের কাছে।শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে উক্ত ফোন পেয়ে কুষ্টিয়া সদর থানা ঘটনাস্থলে এসে হ্যান্ড মাইকে দুই পক্ষ কে গোলাগুলি বন্দ করতে বলায় মাদকব্যবসায়ীরা পুলিশের উপরে আক্রমণ করার চেষ্টা করে।এসময় আভিযানিক দলটি জেলা পুলিশ সুপার জনাব তানভীর আরাফাত পিপিএম(বার) এর কাছে ফোন করে পরামর্শ চায়।পরে পুলিশ সুপারের দিক নির্দেশনা মোতাবেক পুলিশ আত্মরক্ষায় মাদকব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়।এসময় দুই গ্রুপ দুই দিকে পালিয়ে গেলে এক মাদক ব্যবসায়ীকে গুলি বিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হসপিটাল এ আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গোলাগুলির সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।

কুষ্টিয়া সদর থানা পুলিশ জানায়,রফিকুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৩৮০পিচ ইয়াবা উদ্ধার করেছে। নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত ময়েন আলীর ছেলে।এব্যাপারে কুষ্টিয়া সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন