কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত করোনাজয়ী পুলিশ সদস্যদের কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)।

কুষ্টিয়া জেলা পুলিশের সুত্র জানায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত বিভিন্ন সময়ে সরকারী দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হওয়ার পর হইতে  কুষ্টিয়ার পুলিশ সুপার  তাদেরকে পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ’সহ সার্বক্ষনিক খোঁজ-খবর নেন ।

সুত্র আরো জানায় ইতোমধ্যে ০৭(সাত) জন পুলিশ সদস্যের পুনারায় নমুনা পরীক্ষা করালে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনা মুক্ত ও সুস্থ ঘোষণা করলে শনিবার ২০ জুন কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

হসপিটাল ত্যাগের পর শনিবার সকালে  করোনা জয়ী পুলিশ সদস্যদের  সহিত সৌজন্য স্বাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার)। এসময় পুলিশ সুপারের সাথে   উপস্থিত ছিলেন  মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া,  মোঃ আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়াসহ অন্যান্য অফিসার/ফোর্সগণ।

উল্লেখ্য এ পর্যন্ত ০২জন নারী সদস্যসহ মোট ০৮জন পুলিশ সদস্য করোনা ভাইরাস (কোভিড-১৯) জয় করে পুনরায়  কুষ্টিয়া জেলা পুলিশে যোগদান করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন