করোনার কারনে বেকার হয়ে পড়া দিনমুজুর, ভ্যান চালক ও নিন্মআয়ের দুই হাজার পরিবারকে ১০ দিনের খাদ্য সহায়তা দিয়েছে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।
বুধবার সকালে পুলিশ লাইনে কয়েকজনের হাতে খাদ্য সহয়তা তুলে দেন পুলিশ সুপার। এরপর পুলিশের কর্মকর্তরা ৭টি থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এসব খাদ্য সামগ্রী নিয়ে যান। ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুত করে এসব ত্রান সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা, লবনসহ অন্যান্য সামগ্রী।

এর আগে গত ০২/০৪/২০২০ খ্রিঃ তারিখ কুষ্টিয়ার পুলিশ সুপার  এসএম তানভীর আরাফাত পিপিএম(বার) এঁর সার্বিক তত্ত্বাবধায়নে করোনা ভাইরাস থেকে চিকিৎসাদের  সুরক্ষার জন্য জেলা পুলিশ কুষ্টিয়া’র নিজস্ব টেইলার্সের মাধ্যমে প্রস্ততকৃত ৪০০ টি পিপিই (Personal Protective Equipment) কুষ্টিয়ার সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন