খুলনা রেঞ্জ পুলিশের ক্রাইম কনফারেন্সে তিনটি ক্যাটাগরীতে রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম(বার)।
বৃহস্পতিবার ১২/১২/২০১৯ খ্রিঃ তারিখ খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে “খুলনা রেঞ্জ পুলিশের নভেম্বর/২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার)। উক্ত সভায় রেঞ্জ ডিআইজি অপরাধ দমনে বিশেষ অবদান রাখা এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় তথা উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন।
পাঁচ টি ক্যাটাগরির মধ্যে তিন টি ক্যাটাগরিতে কুষ্টিয়া জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার), পুলিশ সুপার, কুষ্টিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার)।
তিন টি ক্যাটাগরির মধ্যে…..
১) আলামত নিস্পত্তিতে-প্রথম স্থান
২) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে-প্রথম স্থান এবং
৩) তদন্তাধীন মামলা নিস্পত্তিতে-দ্বিতীয় স্থান
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ কুমার রায় ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃজাহিদুল ইসলাম রেঞ্জ ডিআইজি’র নিকট থেকে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন।
অপরাধ পর্যালোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবুর রহমান বিপিএম,অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশনস্) এ কে এম নাহিদুল ইসলাম,বিপিএম,যশোরের পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) জনাব মঈনুল হক,রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন) আবু হেনা খন্দকার অহিদুল করিম,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ,সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ কুমার রায়,
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন,কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত,মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী,চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম,মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান,ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান সহ র্্যাব,এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ উক্ত ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন।