খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 371 দর্শন

 

খুলনা জেলা পুলিশের মে/২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ০৮ জুন/ ২০২২ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় খুলনা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে  মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনার সভাপতিত্বে খুলনা জেলা পুলিশের মে/২০২২ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই মে-২০২২ মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণীর পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

সভায় মে/ ২০২২ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইন্সপেক্টর ক্যাটাগরিতে  মোঃ জিয়াউর রহমান, অফিসার ইনচার্জ, পাইকগাছা থানা; সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে এসআই(নিঃ)/ মোঃ সোহাইল, কয়রা থানা; সার্জেন্ট/টিএসআই ক্যাটাগরিতে সার্জেন্ট/ মোঃ ইসরাফিল এবং এএসআই(নিঃ) ক্যাটাগরিতে এএসআই(নিঃ)/ মোঃ জাহাঙ্গীর আলম, পাইকগাছা থানা; বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন