জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আ’লীগের আলোচনা সভা,আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা

দ্বারা zime
০ মন্তব্য 239 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : ‘পিতা তোমার বুলেটবিদ্ধ বুকটাই আমাদের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৫ ই আগস্ট উদযাপন কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম , আ.হ.ম তারেক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, শিমুন শামস, এ্যাড. অনিত কুমার মুখার্জী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাবেক পৌর আওয়ামী লীগ নেতা খান মাকসুদ, পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকালে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আওয়ামীলীগের বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন