ডেঙ্গু প্রতিরোধে মশা মারার ফগার নিয়ে রাস্তায় নেমেছেন এসপি তানভীর আরাফাত।।সূত্র জানায়, ০৩ আগষ্ট ২০১৯ খ্রিঃ তারিখ রোজ শনিবার কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) ডেঙ্গু প্রতিরোধ অভিযানে সরাসরি অংশগ্রহণ করেন এবং তাঁরই দিক নির্দেশনায় পুলিশ লাইন্স, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল ইউনিট পরিস্কার পরিছন্ন অভিযান শুরু হয়।
একই দিনে পরিচ্ছন্নতা অভিযান শেষে পুলিশ সুপার শহরের বিভিন্ন বাস স্টান্ডে,চলন্ত বাসে ও স্কুলে স্কুলে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ডেঙ্গু কি? ডেঙ্গু জ্বরের লক্ষণ কি? প্রাথমিক ব্যবস্থাপনা এবং ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিশেধক উত্তম মর্মে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে পুলিশ সুপার কুষ্টিয়া জেলার ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে ব্রিফিং করেন।