ড্রিংকিং ওয়াটার : মুক্তা সমাচার।।

দ্বারা zime
০ মন্তব্য 192 দর্শন

 

 

আমরা অনেকেই জানিনা বাংলাদেশের একটি সরকারি ড্রিংকিং ওয়াটার কারখানা আছে।

এ পানির নাম মুক্তা।

এটি গাজীপুরে অবস্থিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

এর বিশেষত্ব হল এ কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে, কোন স্বাভাবিক, সুস্থ মানুষকে এখানে কাজ দেওয়া হয় নি।

এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।

সরকারি হাই লেভেলের মিটিং ও প্রোগ্রামগুলোতে এ পানি ব্যবহার করা হয়।
সহজেই বুঝা যায় এটি কেমন বিশুদ্ধ হতে পারে অথচ দাম একই।

কোন বিজ্ঞাপন না থাকার কারণে এর প্রসার ঘটছেনা, সেই সাথে প্রতি জেলায় জেলায় ডিলার দরকার।

এক বোতল পানি কিনেও যদি এই পিছিয়ে পড়া মানুষগুলোর উপকার করতে পারি এতে ক্ষতি কি পানি তো আমরা কিনিই।

এ পানিতে কখনোই শ্যাওলা বা ময়লা পাওয়ার সম্ভাবনা নেই, কেউ কারখানাটি দেখলে অবাক হবে এখানে কীভাবে পানি মাটির নিচ থেকে তোলা হয়, বিশুদ্ধ করা হয় এবং বোতলজাত করা হয়।

প্রচারে প্রসার।
অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আপনিও সংযুক্ত হোন।

কপি করুন অথবা বেশি বেশি শেয়ার করুন।
ইচ্ছা আপনার!!

পোষ্টার বা ব্যানার এর মাধ্যমে এর বিজ্ঞাপন দেওয়া হয় না তাই বলে কি সহয়তার হাত বাড়াতে পারি না আমরা??

 সূত্র: উপজেলা প্রশাসন লালমাই।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন