তালায় প্রসাশনিক কর্মকর্তাসহ সুধিজনের সাথে জাগরণ কাবের শুভেচ্ছা বিনিময়

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 392 দর্শন

তালা প্রতিনিধি : তালা উপজেলার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী গ্রামে অবস্থিত জাগরণ কাব । “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৭” লাভ করায় মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, তালা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিা অফিসার মোঃ অহিদুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান সহ সুধিজনের সাথে জাগরণ কাবের সদস্যবৃন্দরা সৌজন্য শুভেচ্ছা বিনিময় করেন। । উল্লেখ্য- “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৭” এর ৩০ টি সংগঠনের ভিতর থেকে জাগরণ কাব ১২ তম স্থান লাভ করেন। গত ২১ অক্টোবর সাভারে শেখ হাসিনা যুব সেন্টারে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে কাবের দুই প্রতিনিধি হীরা পারভিন ও মোঃ আব্দুল্লাহ আল মামুনের কাছে পুরস্কার তুলে দেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জনাব সজীব ওয়াজেদ জয়।জাগরণ কাবের প থেকে শুভেচ্ছা বিনিময় করেন, সহ-সভাপতি মো: ওয়ালিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্য মো: রাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরশাফুল, সাংস্কৃতিক সম্পাদক শামীম খাঁন, আইটি সম্পাদক আব্দুল হাকিম ও সদস্য মারুফ হোসেন। জাগরণ কাবের উপদেষ্টা এম শাহীন গোলদার জানান, জাগরণ কাবের বর্তমান কাজের আওতায় যেমন- নারী শিা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী স্বাস্থ্য সেবা, জঙ্গি বিরোধী আন্দোলন, গরীব মেধাবী শিার্থীর সহায়তা, রক্তদান, ও ফ্রি মেডিকেল ক্যাম্প, খেলাধুলা, মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের ঝরে পড়া রোধ, ফ্রি কেটারিং সার্ভিস, ফ্রি আইনি সহায়তা, সুবিধা বি ত জনগোষ্ঠীর সহায়তা, তথা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য পুরস্কৃত করা হয়। জাগরণ কাবের এ কার্যক্রম ভবিষ্যাতে আরো গতিশীল করার লক্ষে কাজ করে যাচ্ছি।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন