দেবহাটায় পাক হানাদার মুক্ত দিবস উদযাপিত

দ্বারা zime
০ মন্তব্য 139 দর্শন

 

দেবহাটায় ৬ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী কমিশনার ভূমি এস.এম তারেক সুলতান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মোশারফ হোসেন মশু, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি

আব্দুল মাবুদ গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন