দেবহাটা থানায় চাঞ্চল্যকার হত্যা মামলা রুজু হওয়ার এক দিনের মধ্যে ০২ আসামী আটক

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 218 দর্শন

 

দেবহাটা থানায় চাঞ্চল্যকার হত্যা মামলা রুজু হওয়ার এক দিনের মধ্যে ০২ আসামী গ্রেফতার।গত ২২জুন ২০২২ তারিখ রাত্র অনুমান-০১.০৫ ঘটিকার সময় দেবহাটা থানাধীন মাটিকুমড়া গ্রামস্থ ভিকটিম আজগর আলীকে তার বসত ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় আসামী ১। মোঃ সালাউদ্দিন সানা (২৮), ২। মোঃ আলাউদ্দিন সানা (৩৫), উভয় পিতা-মোঃ মুজিবর রহমান সানা, সাং-বরেয়া, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীগন ধারালো অস্ত্র দিয়ে কোপাইয়া হত্যা করে।

এই সংক্রান্তে ভিকটিমের ছেলে মোঃ মিজানুর রহমান (২৮) বাদী হয়ে দেবহাটা থানায় উপরোক্ত আসামীদের নাম উল্লেখ্য পূর্বক এজাহার দায়ের করেন যে, ০১ ও ০২ নং আসামী বাদীর আপন খালাত ভাই। ০১ নং আসামীর সহিত বাদীর বোন শিল্পী খাতুন এর গত ৩ বছর পূর্বে বিবাহ হয়। বিবহের পর হতে বিভিন্ন কারনে তাদের মধ্যে বনিবনা না হওয়া গত ইং-০৮/০৬/২০২২ তারিখ বাদীর পিতা ভিকটিম আজগার আলী সরদার তার কন্যা শিল্পী খাতুনকে ০১ নং আসামী সালাউদ্দিন এর নিকট থেকে তালাক নিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। এই ঘটনার জের ধরে ইং-২২/০৬/২০২২ তারিখ রাত্র অনুমান ০১.০৫ ঘটিকার সময় উল্লেখিত আসামীরা এই হত্যার ঘটনাটি ঘটায়। ভিকটিমকে মারাত্মক জখম প্রাপ্ত অবস্থায় তাহার আত্মীয় সজ্বন চিকিসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় একই তারিখ ভোর বেলার দিকে তিনি মৃত্যু বরন করেন। ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ দেবহাটা থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। যাহা দেবহাটা থানার মামলা নং-০৭/৬১, তারিখ-২২/০৬/২০২২ ইং, ধারা-৩০২/৩৪ পিসি ।

মামলা রুজুর পর সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর সঠিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  মোঃ সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল)  এসএম জামিল আহমেদ এর নের্তৃত্বে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ সহ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তুহিনুজ্জামান ও থানার অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ইং-২২/০৬/২০২২ তারিখ দিনগত রাতে মামলার এজাহারনামীয় ২নং আসামী আলাউদ্দিন সানা (৩৫)কে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ আপডেট সাতক্ষীরা কে জানান, আটককৃত আসামীকে ব্যপকভাবে জিজ্ঞাসাবাদ করিলে সে ঘটনার সংগে জড়িত থাকার বিষয় সত্যতা স্বীকার করে এবং অজ্ঞাতনামা কয়েকজনের নাম বলিলে আসামীর স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করিয়া আসামী আবু জার (২২), পিতা-আজিবর রহমান, সাং-তেতুলিয়া, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।ওসি আরো জানান, অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন