দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ সর্বমোট ৬ জন ওয়ারেন্ট ভূক্ত আসামীকে আটক করেছে।থানা পুলিশ জানায়,
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ র নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৮/০৭/২০২২ তারিখ, এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই জাহিদুর রহমান, এএসআই আরশাফুল, এএসআই আঃ আলিম, এএসআই(নিঃ) মোঃ শামীম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার বিভিন্ন এলাকা হইতে সেসন ২৫৮/১৯ এর আসামী ১। মোঃ রফিকুল ইসলাম, পিতা-মৃত আনছার মালি, মাতা-মোছাঃ-আছিয়া বেগম, সাং-দাদপুর গ্রামের দক্ষিনে, ডাকঃ-টাউনশ্রীপুর-৯৪৩০, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-৫/১৮(দেবঃ) এর আসামী ২।মোঃ রজব আলী মোল্লা, পিতা-শফিকুল ইসলাম,সাং-দক্ষিন পারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, সিআর-৩৭/২২ এর আসামী ৩। মোঃ শাহাদাৎ হোসেন, পিতা-মতলেব মোল্লা, সাং-/বাসাঃ ২৬৭, বালিয়াডাঙ্গা, পোঃ-গুরুগ্রাম-১৪৩১, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা ৪। সিআর-১৮১/২১ (দেবঃ) এর আসামী ৩।মোছাঃ ফাতেমা বেগম, স্বামী-মৃত আছার নিকারী, সাং-ঘড়িয়াডাংগা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, সিআর-৩৮/২২ এর আসামী ৫। মোঃ শাহাদাৎ হোসেন, পিতা-মতলেব মোল্লা, সাং-/বাসাঃ ২৬৭, বালিয়াডাঙ্গা, পোঃ-গুরুগ্রাম-১৪৩১, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, নাঃ শিঃ-১৮৬/২২ এর আসামী ৬। মোঃ ওহাব আলী সরদার, পিতা-মৃত গোলাপ সরদগার, সাং-সেকেন্দ্রা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান আটককৃতদের বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।