দেবহাটা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ১১ আসামী আটক

দ্বারা zime
০ মন্তব্য 173 দর্শন

 

দেবহাটা থানা পুলিশের অভিযান চালিয়ে নিয়মিত মামলার ১১ জন আসামীকে  গ্রেফতার করেছে। থানা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান (পিপিএম) এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ সজীব খান,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল)  এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ  শেখ ওবায়দুল্লাহ র  নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৬/০৪/২০২৩ ইং তারিখ, এসআই(নিঃ) হাফিজুর রহমান, এএসআই(নিঃ) আব্দুর রহিম গাজী সংগীয় ফোর্স সহ দেবহাটা থানার মামলা নং-০৩ তারিখ-০৬/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ আসামী ১। মোঃ এবাদুর রহমান(৫০), পিং-মৃত মহিউদ্দিন মোড়ল, সাং-রতেœশ্বরপুর, থানা-দেবহাটা (ইউ পি) ২। মোঃ আব্দুল করিম সরদার(৫০), পিং-মোঃ দাউদ সরদার, সাং- মাঝ পারুলিয়া বিশ্বাস পাড়া, ৩। মোঃ মহসিন সরদার(৪০), পিং-মৃত ওজিয়ার @ফরমান সরদার, সাং- মাঝ পারুলিয়া, ৪। মোঃ মনিরুল ইসলাম সরদার(৫২), পিং-মৃত আব্দুল সরদার, সাং-দক্ষিণ পারুলিয়া, ৫। মোঃ হাফিজুর রহমান@হাপু(৩৬), পিং-মোঃ গোলাম রব্বানী সরদার, সাং-শিমুলিয়া, ৬। মোঃ তরিকুল ইসলাম(২৫), পিং-মোঃ ওহাব আলী সরদার, সাং-উত্তর সখিপুর, ৭। মোঃ শহিদুল ইসলাম(৫৬), পিং-মৃত ইউসুফ আলী সরদার, সাং-পারুলিয়া (পলগাদারচক), ৮। মোঃ আরশাদ আলী গাইন(৬২), পিং-মৃত গফফর আলী গাইন, সাং-জগন্নাথপুর,৯। মোঃ আব্দুল আজিজ সরদার(৫৭), পিং-মৃত গোলাম জুব্বার সরদার, সাং-বহেরা, ১০। মোঃ সাইফুল্লাহ সরদার(৪২), মোঃ আব্দুস সাত্তার সরদার, সাং- দক্ষিণ পারুলিয়া, ১১। মোঃ নুর নবী বিশ্বাস(৬৩), পিং-মোঃ দীনদার আলী বিশ্বাস, সাং-পূর্ব কুলিয়া, সর্ব থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা খানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, আসামীদেরকে ইং-০৬/০৪/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

– প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন