দেবহাটা থানা পুলিশের অভিযান চালিয়ে নিয়মিত মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করেছে। থানা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ র নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৬/০৪/২০২৩ ইং তারিখ, এসআই(নিঃ) হাফিজুর রহমান, এএসআই(নিঃ) আব্দুর রহিম গাজী সংগীয় ফোর্স সহ দেবহাটা থানার মামলা নং-০৩ তারিখ-০৬/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ আসামী ১। মোঃ এবাদুর রহমান(৫০), পিং-মৃত মহিউদ্দিন মোড়ল, সাং-রতেœশ্বরপুর, থানা-দেবহাটা (ইউ পি) ২। মোঃ আব্দুল করিম সরদার(৫০), পিং-মোঃ দাউদ সরদার, সাং- মাঝ পারুলিয়া বিশ্বাস পাড়া, ৩। মোঃ মহসিন সরদার(৪০), পিং-মৃত ওজিয়ার @ফরমান সরদার, সাং- মাঝ পারুলিয়া, ৪। মোঃ মনিরুল ইসলাম সরদার(৫২), পিং-মৃত আব্দুল সরদার, সাং-দক্ষিণ পারুলিয়া, ৫। মোঃ হাফিজুর রহমান@হাপু(৩৬), পিং-মোঃ গোলাম রব্বানী সরদার, সাং-শিমুলিয়া, ৬। মোঃ তরিকুল ইসলাম(২৫), পিং-মোঃ ওহাব আলী সরদার, সাং-উত্তর সখিপুর, ৭। মোঃ শহিদুল ইসলাম(৫৬), পিং-মৃত ইউসুফ আলী সরদার, সাং-পারুলিয়া (পলগাদারচক), ৮। মোঃ আরশাদ আলী গাইন(৬২), পিং-মৃত গফফর আলী গাইন, সাং-জগন্নাথপুর,৯। মোঃ আব্দুল আজিজ সরদার(৫৭), পিং-মৃত গোলাম জুব্বার সরদার, সাং-বহেরা, ১০। মোঃ সাইফুল্লাহ সরদার(৪২), মোঃ আব্দুস সাত্তার সরদার, সাং- দক্ষিণ পারুলিয়া, ১১। মোঃ নুর নবী বিশ্বাস(৬৩), পিং-মোঃ দীনদার আলী বিশ্বাস, সাং-পূর্ব কুলিয়া, সর্ব থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা খানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, আসামীদেরকে ইং-০৬/০৪/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
– প্রেস বিঞ্জপ্তি।