দেশে প্রথমবারের মতো বীরত্বের জন্য পুরস্কার পেলো র‍্যাবের ডগ স্কোয়াডের’চিতা’ নামের একটি কুকুর

দ্বারা zime
০ মন্তব্য 181 দর্শন

 

বীরত্বপূর্ণ কাজ করায় র‌্যাবের ডগ স্কোয়াডের’চিতা’ নামের একটি কুকুর এবার পুরস্কার পেয়েছে।

সোমবার (২০ মার্চ) র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‌্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেয়া হয়। র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন কুকুরটিকে পদক দিয়ে ভূষিত করেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ বিষয়ে বলেন, রাজধানীর গুলিস্তানে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রম অংশগ্রহণ করে দুর্ঘটনায় নিহত ৩ জন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করায় এই প্রথম র‍্যাব ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক (সাহসিকতা) পদক পেয়েছে।

তিনি বলেন, দেশে এটাই প্রথম কোনো ডগ স্কোয়াডের সদস্য পুরস্কার পাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে কুকুরদের বিভিন্ন পদবি থাকলে এ দেশে নাই। আর এতটা বীরত্বপূর্ণ কাজও এর আগে কোনো ডগ স্কোয়াডের সদস্য করেছে কিনা জানা নেই আমাদের। তবে পুরস্কার পাওয়ার বিষয়টি প্রথম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন