পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নড়াইল জেলায় রেল লাইন নির্মাণের নিমিত্ত অধিগ্রহণকৃত জমির মালিকদের অনুকুলে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক জনাব আনজুমান আরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।এর আগে সার্কেট হাউজে পৌছালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিভাগীয় কমিশনার কে ফুলেল শুভেচ্ছা জানান।পরে বিভাগীয় কমিশনার শারদীয় দূর্গোৎসব ২০১৯ উপলক্ষে নড়াইলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন