পানির নিচের জগতে আছে নজরকারা সৌন্দর্য ; র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ!!

দ্বারা zime
০ মন্তব্য 407 দর্শন

♣♣♣
মানুষ মাত্রই সুন্দরের পূজারী।প্রত্যেক মানুষই সুন্দর সব কিছুই পছন্দ করেন।তাই হতে পারে কোন বস্তুর সৌন্দর্য, হতে পারে প্রাকৃতিক সৌন্দর্য।
এককথায় সুন্দর মানুষ গুলো যে সার্ট পরেন,সেটাতেই তাকে সুন্দর লাগে।সুন্দর দেখতে মানুষ গুলো যে মোবাইল ইউজ করেন,সেই মোবাইলটি তার হাতে সুন্দর লাগে।সুন্দর দেখতে মানুষ গুলো যে সানগ্লাস পরেন,ঐ স্নানগ্লাসেই তাকে সুন্দর লাগে।সুন্দর দেখতে মানুষ গুলো সুন্দর জিনিষ গুলোকে সুন্দর ভাবেই গ্রহণ করেন।

আমরা ঠিক তেমন ই একজন সৌন্দর্য প্রেমী মানুষ পেয়েছি সোশাল মিডিয়াতে।যাঁর চেহারা থেকে শুরু করে পোশাকের গেটআপ,আচার-আচরন ও কথা বলার স্টাইল পর্যন্ত অনেক সুন্দর।তিনি অনেক গুনে গুনান্বিত বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সফল পুলিশ অফিসার।সর্বদা তিনি দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে নিরালস ভাবে মাদক-সন্ত্রাস ও জঙ্গী দমনে কাজ করে যাচ্ছেন।যেটা আমরা প্রতি নিয়ত বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাই।তিনি আর কেউ নন,তিনি বাংলাদেশ পুলিশের আইকোন ও র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়নের মহা-পরিচালক জনাব বেনজীর আহমেদ।

সৌন্দর্যের বিভিন্ন রুপ ও উপমা নিয়ে তিনি তাঁর ব্যক্তিগত ফেইজবুক আইডিতে Benazir Ahmed id তে
আজ ৬ ই আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দে বিকাল ০৫.৫৯ মিনিটে একটি মনোমুগ্ধকর স্টাটাস দিয়েছেন।স্টাটাস টি নিচে হুবাহু তুলে ধরা হল………..
পানির নিচের জগৎ খুবই অভূতপূর্ব I রয়েছে নজরকারা সৌন্দর্য I বিশেষ করে কোরাল রিফ কিংবা স্বচ্ছ পানি তে , সমুদ্রে অথবা লেকের জলে ডুব দিয়ে দেখা জলের তলের দৃশ্য অত্যন্ত আকর্ষণীয় I পানির নিচের প্রকৃতি, জলজ উদ্ভিদ, রং বেরং এর এবং বিভিন্ন আকারের মাছ , জলজ প্রাণী দেখতে নয়নভিরাম I
কিন্তু এ জন্য জানতে হয় স্কুবা ডাইভিং I সে জন্য পাডি সার্টিফাইড ডাইভিং কোর্স করতে হয় I আমি কোর্স টি করেছি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে I তিন দিনের কোর্স শেষে সার্টিফিকেট I তারপর থেকে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহা সাগর, ক্যারিবিয়ান আইল্যান্ড, হাওয়াই দ্বীপ, আমাদের দেশের বঙ্গোপসাগর এর সেইন্ট মার্টিন আইল্যান্ড এ ডাইভ করেছি I সিলেটের হাওর আর পাহাড়ি নদী গুলো ডাইভিং আর স্নোর্কেলিং এর জন্য খুব ভালো I খুব শিগ্রী অস্ট্রেলিয়া যেতে পারি I ভ্রমণ তালিকায় আছে গ্রেট barrier রীফ I উদ্দেশ্য ডাইভিং I এটি Diver দের জন্য অন্যতম একটি প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র I সারা পৃথিবী থেকে এখানে ডাইভাররা আসে ডাইভিং এর জন্য I
একটা ডাইভিং ট্রেনিং ও ক্লাব এর জন্য প্রয়োজন একটা ভবন , একজন সার্টিফাইড প্রশিক্ষক, একটা সুইমিং পুল, সঙ্গে একটা ডাইভিং ইকুইপমেন্ট শপ এবং একটা হাওয়া দেবার মেশিন I ব্যাস , হয়ে গেলো ফ্যাসিলিটি I হাজার হাজার উৎসাহী নারী পুরুষ প্রশিক্ষণ নিয়ে উপভোগ করতে পারেন পানির নিচের না দেখা জগৎ I জলের ধারে কিংবা সমুদ্র পারে কত যে exciting হতে পারে পরবর্তী ভ্যাকেশন I
মাদকের খুচরা বিক্রেতা থেকে শুরু করে ডিলার, সে যেই হোক, তাকে এ ব্যবসা ছাড়তে হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন