সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অপরাধে নড়াইলে ৬ জন শিক্ষার্থী আটক।।

দ্বারা zime
০ মন্তব্য 405 দর্শন

♣♣♣
নড়াইলে ফেইজবুকে উস্কানি ও গুজব ছড়ানোর অভিযোগে ৬ জন শিক্ষার্থী কে আটক করেছে পুলিশ।আকট কৃত ব্যক্তিরা হলেন,
১। মহিবুল্লাহ গালিব (২০), সাং-বসুন্দিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর।
২। মুন্সী সাবের আহম্মেদ (২১)
৩। মিলন মোল্যা (২০), উভয়সাং-টোনা, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল
৪। মোঃ রেজা শেখ ওরফে মিলন সোহান (২১), সাং-মাউলী, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল
৫। মোঃ হাসান সরদার (১৯), সাং-চাঁদপুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল
৬। মোঃ রাকিব হাসান (২২), সাং-চান্দুটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর সকলেই নড়াইলের বিভিন্ন কলেজের ছাত্র ।
অদ্য ০৬ ই আগষ্ট সকালে সরকারি ভি্ক্টোরিয়া কলেজ, নড়াইল এর পূর্ব পাশে সুলতান মঞ্চ এলাকায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের road safety আন্দোলন হতে নড়াইল, জেলা পুলিশ তাদের কে গ্রপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন প্রতিবেদক কে জানান,ধৃত আসামীরা জিজ্ঞাসাবাদে চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য ও দেশী-বিদেশী মিডিয়ার দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বড় ধরণের নাশকতার পরিকল্পনা ছিল মর্মে জানায় ।
তিনি আরো জানান,তাদের ব্যক্তিগত মোবাইলের FB ও Messenger পর্যালোচনায় দেখা যায় তারা নড়াইল-যশোর সহ ঢাকার চলমান আন্দোলনে বিভিন্নভাবে গুজব ছড়ানো সহ উস্কানিমূলক অডিও, ভিডিও প্রচার সহ সরকার বিরোধী প্রচারণায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন