নানা আয়োজনে মাদারীপুরে ট্রাফিক সপ্তাহ ২০১৮ এর শুভ উদ্ধোধন।।

দ্বারা zime
০ মন্তব্য 467 দর্শন

♣♣♣
মাদারীপুরে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০১৮।।
সোমবার(৬ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে একটি র্যালী বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখান শুরু হয় এক আলোচনা সভা। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। পরে জেলা পুলিশের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কে মস্তফাপুর, টেকেরহাটসহ ৪টি স্থানে বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করা হয়।

ট্রাফিক সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: ওয়াহিদুল ইসলাম,জেলার পুলিশ সুপার জনাব সুব্রত কুমার হালদার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন (সজল),অতিরিক্ত পুলিশ সুপার জনাব উত্তম কুমার পাঠক,জনাব আব্দুল হান্নান ও জনাব সুমন,ট্রাফিক ইন্সপেক্টর,বিআরটিএ’র সহকারী পরিচালক,সদর থানার ওসি সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন