পুলিশের চেষ্টায় সেই বাকপ্রতিবন্ধী সৌরভ খুজে পেলো তার পরিবারকে

দ্বারা zime
০ মন্তব্য 144 দর্শন

 

খুলনা দাকোপ থানা পুলিশের চেষ্টায় সেই বাক প্রতিবন্ধী ছেলেটি খুজে পেলো তার পিতা-মাতাকে। 

খুলনা জেলার দাকোপ উপজেলায় গত ইং ১০ আগষ্ট ২০২০ খ্রিষ্টাব্দ  তারিখ দাকোপ থানাধীন কৈলাশগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব মিহির মন্ডলের মাধ্যমে দাকোপ থানা পুলিশ খবর পায় একটা ছেলে এলাকা দিয়ে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে।
তাৎক্ষনিক দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি)  শেখ সেকেন্দার আলী খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম কে  ঘটনার বিষয়ে অবগত পূর্বক ছেলেটিকে উদ্ধারের জন্য থানায় কর্মরত অফিসারকে ঘটনাস্থলে প্রেরণ করিয়া থানা পুলিশের হেফজতে গ্রহণ করে।
পরবর্তিতে ছেলেটির কাছে নাম ঠিকানা তার পরিচয় জানতে চাইলে বাক প্রতিবন্ধী ছেলেটি শুধু নাম সৌরভ ও বাসুড়িয়া বলতে পারে। এর পর অফিসার ইনচার্জ দাকোপ থানা এর নৈপুন্নাতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সহ সমগ্র বাংলাদেশে বেতার বার্তা প্রদান করে বাসুড়িয়া নামক এলাকা খুজে বের করে।

অতপর যশোর জেলার অভয়নগর থানার বাসুড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ কে ঘটনার বিষয়ে অবগত করেন দাকোপ থানার ওসি সেকেন্দার আলী।
সেই মোতাবেক(১২/০৮/২০২০) বুধবার বাক প্রতিবন্ধি ছেলেটির পিতা মাতা আত্মীয় স্বজন দাকোপ থানায় এসে উপস্থিত হন। পর্যাপ্ত তথ্য দিয়ে ছেলেটির পিতা মাতা তাহার সন্তাকে দাকোপ থানার অফিসার ইনচার্জের নিকট হতে তাদের হেফাজতে গ্রহন করেন এবং  দাকোপ থানা পুলিশ ও অভয়নগর থানা পুলিশের প্রতি কৃৃতজ্ঞতা প্রকাশ করেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন