মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের সহযোগিতায় আয়োজিত মুজিব বর্ষ বরিশাল জেলা রেটিং দাবা লীগের উদ্বোধন করা হয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন এঁর সভাপতিত্বে   শনিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় বরিশাল পুলিশ লাইনস ড্রিলশেডে রেটিং দাবা লীগের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজ এ কে এম এহসান উল্লাহ।

জানা গেছে এবারের রেটিং দাবা লীগের টুর্নামেন্টে জেলার মোট ১৮টি টিম অংশ নিয়েছে। প্রতিটি টিমে ছয়জন করে খেলোয়ার তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করবে। এছাড়া প্রতিটি টিমে ছয় জনের মধ্যে জেলার বাইরে জাতীয় পর্যায়ের দুইজন খেলোয়ার অংশ নিয়েছে।

বরিশাল দাবা উপ-পরিষদের সদস্য সচিব ও লীগের সহকারী বিচারক মো. জাকির হোসেন পান্নু বলেন, আমরা চাচ্ছি বরিশালে দাবা খেলাকে জনপ্রিয় করে তুলতে। বাংলাদেশ পুলিশ আমাদের এ আয়োজনে সহায়তা করছে। আশা করি এরকম লীগের মধ্য দিয়েই আমরা আন্তজাতিক পর্যায়ের খেলোয়ার খুঁজে পাবো।

এ সময় ১৮টি টিমের খেলোয়ারসহ বরিশাল রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন