জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 395 দর্শন

 

সাতক্ষীরায় জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৪ পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু।

শনিবার(২৩ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড এডমিন)  মো.সজীব খান সভাপতিত্ব করেন।

সভার শুরুতে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। এছাড়া কোষাধ্যক্ষ শেখ মনিরুজ্জামান ত্রি-বার্ষিক সভায় আয়-ব্যয়ের প্রতিবেদন পড়ে শোনান। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্সের সঞ্চালনায় ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দীন, ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাবেক ফিফা রেফারি ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব বাবু, সাজেক্রীস ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনের সদস্য মাহমুদ হাসান মুক্তি, নির্বাচন কমিশনের সদস্য এম ঈদুজ্জামান ইদ্রিস, সদস্য কাজী আক্তার হোসেন, আ ম আক্তারুজ্জামান মুকুল, ফিফার সহকারী রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সাবেক ফুটবলার আব্দুর রহিম, আনিছুর রহমান, এম এম মজনু-ই-ইলাহী, নাছির উদ্দীন, সুকুমার দাস বাচ্চু প্রমূখ। পরে, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন নির্বাচনের নির্বাচন কমিশনার আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থকায় ১৪ পদের সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। তারা হলেন, সহ-সভাপতি মো. রফিক-উল ইসলাম খান ও মো. রিয়াজুল হক, সাধারণ সম্পাদক তৈয়ব হাসান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান, দপ্তর সম্পাদক এস এম ওয়াসি উদ্দীন খান (পিপুল) সদস্য আবু অহিদ বাবলু মো. আনিছুর রহমান, আবুল কাশেম (বাবর আলী), শেখ ইকবাল আলম বাবলু, ইকবাল কবির খান বাপ্পি, ফারুক হোসেন স্বপন, এম এম মজনু-ই-ইলাহী, সুকুমার দাস বাচ্চু।-প্রেস বিজ্ঞপ্তি





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন