বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দেবহাটা মুক্ত দিবস পালন

দ্বারা zime
০ মন্তব্য 382 দর্শন

 

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দেবহাটা মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে নব-নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

এর আগে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দেবহাটা মুক্ত দিবসের কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। আলোচনা সভাটিতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, আব্দুর রউফ, নাজমুস শাহাদাত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক অধীর চন্দ্র গাইন। উল্লেখ্য যে, ১৯৭১ সালের এই দিনে সুদীর্ঘ যুদ্ধ শেষে পাক হানাদার মুক্ত হয় দেবহাটা উপজেলা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন