বাগেরহাট  সদর থানাধীন চন্দ্রমহল ইকো পার্কে র‌্যাব ৬ ও ভ্রাম‌্যমান আদালত অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। এসময় ওই পা‌র্কে অবৈধভাবে বন্যপ্রাণী, বন্যপ্রাণীর চামড়া, সিং, মাথার খুলি রাখার দায়ে ১জনকে ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া বি‌ভিন্ন ধর‌নের বন‌্যপ্রানী ও বন‌্যপ্রানী থে‌কে নেয়া উপকরন জব্দ করা হ‌য়ে‌ছে। বাগেরহাট জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম‌্যমান অাদালত প‌রিচালনা ক‌রেন।
র‌্যাব সুত্র জানায়, অাজ ১৫ নভেম্বর সকাল থে‌কে দুপুর পর্যন্ত  র‌্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বন্যপ্রানী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তাদের সা‌থে নি‌য়ে চন্দ্রমহল ইকোপার্কে অ‌ভিযান চালায়।
অবৈধভাবে বন‌্যপ্রানী রাখার অপরা‌ধে ভ্রাম‌্যমান আদালতে ইকোপার্কের ম্যানেজার মোঃ মোহাব্বত আলী চাকলাদার(৬১) না‌মের একজন‌কে জ‌রিমানা করা হয়।




০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন