সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার শেষ দিনের ইভেন্ট ছিল দৌড়-ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং

দ্বারা zime
০ মন্তব্য 451 দর্শন

 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর ৩য় ও শেষ দিনের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর  রহমান পিপিএম (বার) এঁর সভাপতিত্বে  সুশান্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর), খুলনা  ও সোনিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার, মোড়েলগঞ্জ সার্কেল, বাগেরহাট এর  সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ড বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর ৩য় ও শেষ দিনের ইভেন্ট দৌড়, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো:ইকবাল হোসেন জানান,

তৃতীয় দিনের ইভেন্টে পুরুষদের জন্য ১৬০০ মিটার দৌড় আর মেয়েদের জন্য ১০০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে টায়ের টানা (ড্রাগিং) ও ক্লাইমিং(দোড়ি ঝুলে উপরে ওঠা)  পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রেরিত  মোঃ মাহবুব-উজ-জামান পিপিএম, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স এবং  সাখের হোসেন সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন