কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাংস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ করেছে স্থানীয় নাগরিক পরিষদ।

সোমবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লীব বাঘা যতীনের ভাস্কর্য যারা ভাংচুর করেছে, তাদের কোনো ছাড় দেয়া হবে না। এ ঘটনায় যাদের নাম এসেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। স্থানীয় সংগঠনের নেতাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। যারা যে উদ্দেশে এ ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম-বার। তিনি বলেন,কুষ্টিয়ার মাটিতে কোনো স্বাধীনতা বিরোধীদের ঠাই হবেনা।যারা ভাস্কর্য ভেঙেছে তাদের কে আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, কুষ্টিয়া জেলার প্রত্যেকটি ভাস্কর্য এখন পুলিশ পাহারায় রয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশ সার্বক্ষণিক ভাস্কর্য পাহারায় নিয়েজিত আছে। সাথে সাথে প্রত্যেকটি মাদ্রাসা ও ধর্মীয় উপাসানলায়ে  গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এসপি আরো বলেন, কুষ্টিয়ার মাটিতে ভাস্কর্য ভেঙে রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি করলে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে। 

বিশেষ অতিথি হিসাবে আরো ব্যক্তব্য রাখেন কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুন, মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারিক, কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি মনির হাসান রিন্টুসহ অন্যরা।

সমাবেশে এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তারাও এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন