বেলা শেষের গান : অতিরিক্ত সচিব মোহাম্মদ খান শাহজাহান

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 260 দর্শন

বেলা শেষের গান
মোহাম্মদ খান শাহজাহান

তোমার বালিকা সুলভ সহজাত দুরন্তপনায়,
নির্মল হাসির উচ্ছ্বাস,উচ্ছ্বলতায়,
নিজেকে রকমারি বর্ণিল সাজে উপস্থাপনায়,
মুখনিসৃত কথামালার অতুলনীয় পারঙ্গময়তায়,
নীরস হৃদয়ে আনন্দ ঢেউ খেলে যায়,
দক্ষিণা বাতাস তীব্র বেগে তোমায় ছুঁতে চায়,
প্রজাপতি ডানামেলে উড়ে যায় দূর ঠিকানায়,
বাগানের ফুলগুলো তীক্ষ্ণ সৌরভ ছড়ায়,
নিস্তরঙ্গ জলে তোলপাড় শুরু হয়,
ঘুমন্ত আগ্নেয়গিরিও হয়ে উঠে অগ্নিময়।
মাঝে মাঝে অলস সময়ে,অখন্ড অবসরে,
এলোমেলো ভাবনার দূর্বল মূহূর্তে,
গভীর প্রশ্নজাগে আনমনে হৃদয় জগতে,
কেন হলোনা দেখা তোমার সনে, সময়ের আবর্তে,
আরও আরও অনেক আগে, যৌবনের প্রথম প্রহরে,
কোন এক জোৎস্না স্নাত পুর্ণিমা রাতে,
বনমল্লিকাকুন্জে,আধো আলো আধো ছায়াতে,
কেন হলোনা ভাব বিনিময় কোন এক শুভক্ষণে,
কেন এলোনা সুযোগ প্রেমতরঙ্গে আহ্বানের,
জীবন সংগ্রামের সারথী করার নিবেদনের।
আজ বেলা শেষে, মলিন বদনে বসে,
দূর নীলিমায় তাকিয়ে ভাবি জীবনের হিসাব মিলবে কি অবশেষে।
২৩ জানু, ২০২৩ খ্রী:

 

লেখক: মোহাম্মদ খান শাহজাহান

অতিরিক্ত সচিব, মহাপরিচালক নিপোর্ট, পরিবার পরিকল্পরা অধিদপ্তর।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন