বে-সরকারি নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ছয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 397 দর্শন

 

মাহফিজুল আক্কাস  : সাতক্ষীরা জেলার বে-সরকারি বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে একাধারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ছয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ক্লাব প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী।


সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও অস্ত্র প্রশিক্ষক মীর মাহমুদ হাসান লাকী, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম উল হক, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, আব্দুল আলিম বাবু, সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রানী মিস্ত্রী, প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য মীর হাসিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী প্রমুখ। আলোচনা সভা শেষে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির অসুস্থ্য সহধর্মীনির আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আক্তারুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী নাসরিন আরা শাহী, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন প্রমুখ। জেলার বে-সরকারি বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে একাধারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ছয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করায় কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল লাইলা বিথী।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন