রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক বলেছেন অপরাধের ধরণ পরিবর্তন হয়েছে তাই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের প্রশিক্ষণের বিকল্প নাই।পেশাদারিত্বের সহিত পুলিশ কে দায়িত্ব পালন করতে হবে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হবে স্মার্ট পুলিশ। সোমবার ১৬ নভেম্বর ২০২০ তারিখ সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত “Training on “Firing of Arms” (৩য় ব্যাচ) এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরএমপি কমিশনার তাঁর ব্যক্তব্যে বলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হবে একটি রোল মডেল ইউনিট হবে স্মার্ট পুলিশ। তাই সকলকে আন্তরিক ভাবে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) ও স্টাফ অফিসার-টু-পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম সহ অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন