নানা আয়োজনে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 189 দর্শন

 

সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের শুভ সূচনা হয়।এরপরে  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী,  সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান,পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার মো: বেলায়েত হোসেন,

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস,৩৩ বিজিবির সিও লে.কর্ণেল আল মাহামুদ, সিভিল সার্জন ডা:সবিজুর রহমান,ডিডি এফপি দিপক কুমার সাহা,ডিডিএনএসআই আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মো. সজীব খান,

সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান,সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান,জেলা ট্রাফিকের টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী,

বীর মুক্তিযোদ্ধা এবিএম রাজ্জাক, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ফারজিনা নাহিদ নিগারসহ জেলার বিভিন্ন স্তরের রাজনীতিক দল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় স্টেডিয়ামে মার্চ পাস্ট, কুচকাওয়াজ ও শরির চর্চা অনুষ্টিত হয়।এরপরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি,সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী,জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জাম, বিজিবির সিও লে.কর্ণেল আল মাহামুদ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো: বেলায়েত হোসেন,ডিডিএনএসআই আজিজুর রহমান, সিভিল সার্জন ডা.সবিজুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।কুচকাওয়াজ ও শরির চর্চার ইভেন্ট শেষে বিজয়ী দের মাঝে পুরুস্কার তুলে দেন সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমুখ।

প্যারেড অধিনায়ক পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব আব্দুল হক হাওলাদার এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড, স্কাউট, সালামি কুচকাওয়াজ প্রদর্শন করেন।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ দেশাত্মবোধক শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন