জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন উপলক্ষে মাগুরায় ব্যাপক সমাবেশ, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্র উদ্বোধন উপলক্ষে বিকালে শহরের চৌরঙ্গী মোড়ে ব্যাপক সমাগমের আয়োজন করা হয়। যেখানে দুপুর তিনটা থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থি, শিক্ষক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলী এবং মহিলা আওয়ামীলীগের নেতা-কর্মী সমর্থক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জমায়েত হয়।

পরে বিকাল ৫টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড স্কায়ার থেকে একযোগে সারাদেশে স্থাপিত ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় শহরের নোমানি ময়দানে ক্ষণগণনা যন্ত্র উদ্বোধনকে কেন্দ্র করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন