মাগুরায় জেলা প্রশাসনের দ্রুত সেবা প্রদানে ডিজিটাল কিয়স্ক মেশিন স্থাপন

দ্বারা zime
০ মন্তব্য 273 দর্শন

 

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আজ জেলা ই-সেবা কেন্দ্রে ‘ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট, অভিযোগ ব্যবস্থাপনা এবং দ্রুত পরিষেবা বিতরণ’ পয়েন্টের উদ্বোধন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার লিউজা-উল-জান্নাহ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম দাবি করেন, কিয়স্ক মেশিনের মাধ্যমে প্রশাসনে ডিজিটাল অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা বাংলাদেশে এ প্রথম। এটির কারিগরি ব্যবস্থাপনায় রয়েছেন বিজনেস অটোমেশন লিমিটেড।

খুলনা বিভাগী কমিশনার মো. ইসমাইল হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলায় নতুনভাবে স্থাপিত বঙ্গবন্ধু গ্যালারি ও আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন