মাগুরায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭ টায় শহরের নোমানি ময়দানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান এখানে শ্রদ্ধা জানান।

এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি শেষে ১৯৭৫ সনের ১৫ আগস্টে স্বাধীন বাংলাদেশের স্থপতি তত্কালিন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর, ডক্টর বিরেন শিকদার, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ড, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এএফএম আবদুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শেখ মেহেদি হাসান সালাহউদ্দিন, ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল সহ আরো অনেকে।

জেলার শ্রীপুর, মহম্মদপুর এবং শালিখা উপজেলাতেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন