আজ মহাঅষ্টমী৷ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দিতে মানুষের ভিড় ৷ হালকা বৃষ্টি দমাতে পারেনি ভক্তদের। দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন অষ্টমী।

বাঙালির বাঁধ ভাঙা আবেগ আর উৎসবের উচ্ছ্বাসে দেবীপক্ষের সঙ্গে পুজো শুরু হয়ে গিয়েছে বহু আগেই৷ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সকাল থেকেই ঠাকুর দেখতে বেড়িয়ে পড়েছে বহু মানুষ ৷

ধূপ প্রদীপের ধোঁয়া, ঢাকের বাদ্যি, কাঁসর ঘণ্টায় ভরে উঠেছে দুর্গা মণ্ডপ ৷ উৎসবের মুডে মাগুরা৷ বৃষ্টি আর ভিড় এড়াতে সকাল থেকেই চলছে মন্ডপ পরিদর্শন৷ যত রাত বাড়বে, পাল্লা দিয়ে বাড়বে ভিড় ৷

আর সেই আনন্দ উপভোগ করতে বুধবার মাগুরা জেলার ঐতিহ্যবাহী “শ্রী শ্রী কাত্যায়নী পূজা-২০১৯” উৎসব উপভোগ করতে পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম,(বার)।

মাগুরা প্রতিনিধি জানান,গতকাল ০৬ নভেম্বর মাগুরা শহরের সাতদোহা, জামরুলতলা, নতুন বাজার, বটতলা মন্ডপ ও নিজনান্দুয়ালী নিতাই গৌরগোপাল সেবাশ্রম পরিদর্শন কালে পুজা মন্ডপের পুজা উদযাপন কমিটির জন্য খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর খন্দকার মহিদ উদ্দিন রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপ রজনী গন্ধা ফুল ও ঝুড়ি ভর্ত্তি ফল উপহার নিয়ে যান।এসময় খুলনা রেজ্ঞ ডিআইজির পক্ষ থেকে রজনী গন্ধা আর ঝুড়ি ভর্ত্তি ফল পেয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আনন্দিত হন। পরিদর্শন কালে রেঞ্জ ডিআইজি বলেন,বাংলাদেশ সম্প্রতির দেশ। এখানে হিন্দু মুসলমান ভাই ভাই। আপনার নির্ভয়ে, নির্বিঘ্নে উৎসব পালন করুন। মাগুরা জেলা পুলিশ আপনাদের কে নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করবে।

এসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান বিপিএম,মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ও সদর থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও পূজা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে রেঞ্জ ডিআইজি মন্ডপে আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়, পূজা অনুষ্ঠান উপভোগ সহ দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন