রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন

দ্বারা zime
০ মন্তব্য 162 দর্শন

 

“আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে জেলা প্রশাসন ও সাতক্ষীরা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা মার্কেটিং অফিসার, কাচা, পাকা এবং মুদি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় আসন্ন রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে এবং সামাজিক দূরত্ব যেন বজায় থাকে। মুরগীর মাংসের দোকান এবং ডিমের দোকান বড় মাঠে স্থানান্তর করা হবে। প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো থাকবে। পণ্যের সরবরাহ ঠিক রাখতে পণ্য পরিবহনে কোন সমস্যা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন