যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

দ্বারা zime
০ মন্তব্য 207 দর্শন

 

আজ ২১ ফেব্রুয়ারি ২০২১ বিকেল ০৩.০০ টায় জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীতে জেলা প্রশাসন, রাজশাহী’র উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ হুমায়ুন কবির, বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বাতেন, বিপিএম,পিপিএম, উপ-মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জ, রাজশাহী, মোঃ আবু কালাম সিদ্দিক ,পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম(বার), পুলিশ সুপার, রাজশাহী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল জলিল, জেলা প্রশাসক, রাজশাহী।

এর আগে একুশের প্রথম প্রহরে রাজশাহী কোর্ট শহিদ মিনারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন