শ্যামনগরে টাকা দ্বিগুণ করে দেওয়ার নামে প্রতারণা, মাস্টার মাইন্ড আটক

দ্বারা zime
০ মন্তব্য 127 দর্শন

 

শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ এবাদুল সরদার (৩৬) নামের এক প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাব-৬। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এবাদুলের দুই সহযোগী গোলাম হোসেন ও বাবলু পালিয়ে গেছে। গতকাল উপজেলার কাশিমাড়ী ঘোলা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক এবাদুলকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এবিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ (সাতক্ষীরা) জানায়, এবাদুল সরদার নামের ওই প্রতারক সাধারণ মানুষকে কৌশলে বোকা বানাতেন। টাকা দ্বিগুণ করে দেওয়ার ম্যাজিক দেখানোর নামে সে তার কাছে থাকা আসল টাকা ব্যবহার করে প্রথমে বেশ কয়েকজনের বিশ্বাস অর্জন করে। এরপর ওই ব্যক্তিরা যখন বড় অংকের টাকা তার কাছে দেয় তখন সে নানাভাবে সময়ক্ষেপন করে এবং একপর্যায়ে হুমকি দিতে থাকে। ভুক্তভোগী যশোর ঝিকরগাছার মোঃ আলী হোসেন সেন্টু ও মোঃ আবুল কাশেমের কাছ থেকে এবাদুল সরদার বিভিন্ন সময় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারক এবাদুল সরদার কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এবাদুল সরদার উপজেলার কাশিবাড়ী ঘোলা গ্রামের গোলাম হোসেন সরদারের পুত্র। গ্রেফতারকৃত এবাদুল সরদারকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, প্রতারণার অভিযোগে র‌্যাব-৬ একজনকে আটক করে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী মোঃ আলী হোসেন সেন্টু একটি প্রতারণা মামলা করেছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন