সাজেকে ‘৯৯৯’ এর মাধ্যমে কল পেয়ে পাহাড় থেকে পড়ে যাওয়া পর্যটক উদ্ধার

দ্বারা zime
০ মন্তব্য 221 দর্শন

 

রোকসানা আক্তার (৩৮), স্বামী- আব্দুল ওহাব’সহ ঢাকা থেকে সাজেক ভ্যালি ভ্রমণে আসে। প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর সাজেক ভ্যালি পরিদর্শন করে পাহাড়ের নিচে ঝরণা দেখার উদ্দেশ্য স্বামী সহ রওনা করে। প্রায় ২০০০ ফুট নিচে নামার পর হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙ্গে ফেলে সে । এসময় সাহায্যর জন্য দিশেহারা হয়ে যায় সে। উপায়ন্তর না দেখে ৯৯৯ এ কল দেয় এই দম্পত্তি।

৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে সাজেকে অবস্থিত লুই লুই পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই (সঃ) জনাব মুশফিকুর রহমান স্থানীয় জনগনের সহায়তা রোকসানা আক্তার’কে উদ্ধার করে । প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সদরে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে লুই লুই পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই (সঃ) জনাব মুশফিকুর রহমান।

দ্রুততার সহিত পুলিশী সেবা পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই দম্পত্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন