সাতক্ষীরায় কবর খুড়তে গিয়ে পাওয়া গেল মাইন; পরিত্যক্ত মাইনটি ধ্বংস করেছে র‌্যাব-৬

দ্বারা zime
০ মন্তব্য 209 দর্শন

 

সাতক্ষীরায় কবর খুড়তে গিয়ে পাওয়া গেল মাইন; পরিত্যক্ত মাইনটি উদ্ধারপূর্বক ধ্বংস করেছে র‌্যাব-৬। র‌্যাবের মিডিয়া সেল জানায়, গত ০৭ মার্চ ২০২৩ তারিখ বিকেলে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কাকডাংঙ্গা এলাকায় স্থানীয় লোকজন কবর খুড়তে গিয়ে একটি মাইন সাদৃশ্য বস্তু দেখতে পায়। এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় লোকজন বিষয়টি র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পকে অবহিত করেন।

পরে  ০৮ মার্চ ২০২৩ তারিখ র‌্যাব-৬ খুলনার একটি চৌকস বোম ডিসপোজাল টিম ঘটনাস্থালে উপস্থিত হয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে পরীক্ষা করে উক্ত বস্তুটি এন্টি পারসোনেল মাইন (M2A4,P-7) বলে নিশ্চিত হয় এবং মাইনটি মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী পুতে রেখেছে বলে ধারণা করে। পরবর্তীতে র‌্যাব-৬ এর অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম উক্ত এন্টি পারসোনেল মাইন নিষ্ক্রিয় করে।নিষ্ক্রিয় করার সময় এলাকায় শত শত উৎসুক মানুষ ভিড় দেখা গিয়েছিল।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন