সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 213 দর্শন

 

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালিত হয়েছে। প্রকৃতির ঐকতানে টেকসই জীবন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশে ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। ফলে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হচ্ছে আমাদের। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা যাবে না। পরিবেশ দূষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। আমাদের মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। তবে পরিবেশ দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। বিশ্বের উন্নয়নশীল দেশ থেকে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষা নেওয়া উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে পরিবেশ দূষণ ও ভারসাম্য রক্ষা করা সম্ভব। মনে রাখবেন নিয়ম মেনে চললে অনেক কঠিন কাজ সহজে করা যায়। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্ষুদ্র কুটির শিল্প সভাপতি জিএম নূরুল ইসলাম রনি, জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির সাঃ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সুইড খাতিমুন নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিক, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, খুরশীদ জাহান শিলা, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক শেখ আফজাল হোসেন, সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিনামূল্যে বিভিন্ন ফলোজ, বনজ ও ভেষজ চারা বিতরণ করা হয়। এর পূর্বে সকাল সাড়ে ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের নেতৃত্বে র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রদক্ষিণ করে। এসময় সুন্দরবন ফাউন্ডেশন, প্রাক্টিক্যাল একশন, সিডিপি, এনসিআরবি, বেলা, রিডার্স সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাঃ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন