সাতক্ষীরায় মুজিববর্ষে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৩৬৩টি পরিবার

দ্বারা zime
০ মন্তব্য 127 দর্শন

 

মীর আবু বকর : মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় আশ্রয়ন প্রকল্পের ২ আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহীন পরিবারদের মাঝে গৃহ নির্মাণ করে পুনবাসন করা হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের মাঝে ঘর বিতরণ উদ্বোধন করবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, দেশে কোন মানুষ নাখেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবেনা সেই প্রতিশ্র“তি বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ঘর প্রদান করছেন। গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন গৃহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের ঘর উদ্বোধন সংক্রান্ত প্রেস বিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগের কারণে দুস্থ ভূমিহীন পরিবার এই পাকা ঘর পাচ্ছে। ঘর গুলি সুন্দর ডিজাইনে মানসম্মত পণ্য দিয়ে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তারা অনেক খুশি, তাদের জীবন যাত্রার মান পরিবর্তন হয়েছে। সাতক্ষীরা জেলায় চতুর্থ হবে ৩৬৩ পরিবারের মাঝে এই উপরের ঘর প্রদান করা হবে। এর মধ্যে সাতক্ষীরা সদর ৩৯, কলারোয়া ১৫৫, কালিগঞ্জ ৪০ আশাশুনি ৬০ টি এবং শ্যামনগরে ৬৯ টি ঘর দলিলসহ হস্তান্তর করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, সাতক্ষীরায় প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, আর ডিসি মোঃ মহিউদ্দিন, এনডিসি বাপ্পি দত্ত রনি সহ জেলা প্রশাসনে কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা তুজ জোহরার সভাপতিত্বে একই প্রেস বিপিং অনুষ্ঠিত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন