সাতক্ষীরায় সর্বপ্রথম ডিজিটাল হাজিরা দেবহাটা উপজেলায়

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 523 দর্শন

শাহারিয়ার জেমি : গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষকে সামনে রেখে তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় ও শুরু হলো ডিজিটাল হাজিরা (fingerprint attentence)।
সাতক্ষীরার পারুলিয়া থানার দেবহাটা উপজেলায় সর্বপ্রথম দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্ভোদনের মধ্য দিয়ে শুরু হয় ডিজিটাল হাজিরা( fingerprint attentence) এর যাত্রা।দেবহাটা উপজেলার প্রায় শতভাগ প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন শিক্ষার্থীরা ডিজিটাল হাজিরা দিচ্ছে।তারা বলে তাদের ডিজিটাল হাজিরা দিতে অনেক ভাল লাগে।তারা রোজ বিদ্যালয়ে অাসে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা অাগের থেকেও বেশি উপস্থিত থাকে।তারা অারও জানান ভবিষ্যতে তাদের বিদ্যালয়ে ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম হলে শিক্ষার্থীদের পাঠদান অারও সহজকর হবে।এবিষয়ে দেবহাটা উপজেলা ইওনো জানান ভবিষ্যতে তার উপজেলায় সকল বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যাবস্থা করবেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন