সিভিল সার্জনের তৎপরতায় সদর হসপিটালে রোগীরা পাচ্ছেন উন্নত চিকিৎসা সেবা

দ্বারা zime
০ মন্তব্য 147 দর্শন

 

আর ঢাকা-খুলনা নয় এখন সাতক্ষীরা সদর হসপিটালে হচ্ছে সব ধরনের অপারেশন।হাড়-ভাঙা রোগীরা ও পাচ্ছেন সদর হসপিটালে উন্নত চিকিৎসা। আর এটি সম্ভব হয়েছে সাতক্ষীরা জেলার নবাগত সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়াত এঁর তৎপরতার কারনে। হসপিটাল সূত্রে জানা যায়,

রবিবার সকালে সাতক্ষীরা সদর হসপিটালের ওটি তে গুরুত্বপূর্ণ ৩টি অপারেশন করা হয় তিন জন রোগীকে। তারমধ্যে সদর হাসপাতাল অর্থসার্জারী বিভাগে ডাঃ মোঃ হাফিজ উল্লাহ জুনিঃকনঃ ইমাজেন্সী ১টি এবং সার্জারী বিভাগে ডাঃ জিএম নুরুজ্জামান জুঃকনঃ ২টি অপারেশন করেন। এ্যনেস্থিসিয়া ছিলেন ডাঃ মোঃ রাজিব কাউসার।এছাড়া সার্জারী বিভাগে প্রতি দিন ঝুঁকিপূর্ণ অপারেশন করছেন সিনিয়র কনসালটেন্ট ডা.শরিফুল ইসলাম। 

 

এছাড়া জরুরী বিভাগেও চিকিৎসা সেবার মান আরো উন্নত করা হয়েছে। জরুরী বিভাগে দিন রাত ২৪ ঘন্টাই থাকছে মেডিকেল অফিসার। জরুরী বিভাগে ভর্তি ফি ১৫ টাকা দিলেই রোগীরা পাচ্ছেন তাদের কাঙ্খিত সেবা।জরুরী বিভাগে কাটা-ছেড়া, হাড় ভাঙা সব কিছু প্লাস্টার ও ব্যান্ডেস করতে কাজ করে যাচ্ছেন কয়েকজন ব্রাদার ও নাস। আর এটি সম্ভব হয়েছে সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়াত এঁর তৎপরতায়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন