“সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।গত ১৫-১১-২০২২খ্রি. তারিখ মঙ্গলবার সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিলেট আরআরএফ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়।
সিলেট রেঞ্জাধীন সকল ইউনিটের অংশ গ্রহণে উক্ত ভলিবল টুর্নামেন্টটি শুরু হয়ে হত ১৫-১১-২০২২খ্রি, তারিখ হবিগঞ্জ জেলা পুলিশ ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), সিলেট এর অংশ মধ্যে টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী আরআরএফ, সিলেট এবং রানার্সআপ হবিগঞ্জ জেলা পুলিশ।
সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ এ সময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাপনী খেলার শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ও হবিগঞ্জ জেলা পুলিশ টিমকে উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
এছাড়াও উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি( অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, সিলেট, মোঃ হুমায়ূন কবীর, সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।