কুষ্টিয়ার সাতটি থানার পুলিশ একযোগে জেলা ব্যাপি গুজব বিরোধী প্রচারণা চালিয়েছেন। সূত্র জানায়,খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার) এর দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম(বার) এর নেতৃত্বে বুধবার সকাল থেকে জেলার সাতটি থানার ওসি রা একযোগে গুজব বিরোধী পথসভা ও স্কুলে স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গুজব বিরোধী লিফলেট বিতরণ ও কাউন্সিলিং করেন।
কুষ্টিয়া মীরপুর থানার সাব-ইন্সপেক্টর বোরহানুল ইসলাম আপডেট সাতক্ষীরা কে জানান,বুধবার সকালে মীরপুর সার্কেলের সিনিয়র এ এস পি ফারজানা শরীফ এর উপস্তিতিতে অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান জনাব কামারুল আরেফিন মেয়র এনামূল হাজী উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম জামাল আহম্মেদ সহ সকল ইউ পি চেয়ারম্যান গন গুুজোব বিরোধী প্রচারণায় উপস্থিত ছিলেন। এছাড়াও থানার প্রতিটি বাজার যেমন মশান,নওপাড়া,বাসস্ট্যান্ডে, পৌরসভা, আমলা বাজার, কাতলামারি বাজার ও তালবাড়ি এলাকায় গুজব না ছড়ানোর জন্য মাইকিং করা হয়েছে।
কুষ্টিয়া দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আজম খান জানান, ভেড়ামারা সার্কেলের এডিশনাল এসপি আল বেরিনী এর নেতৃত্বে দৌলতপুর থানার প্রত্যেকটি স্কুলে স্কুলে গুজবে কান না দিকে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে প্রচারণা চালানো হয়েছে।ওসি আজম খান আরো বলেন, কুষ্টিয়া, দৌলতপুর থানায় ছেলেধরা গুজব ছড়ানো ও মারপিট করার অপরাধে ২০ (বিশ) জন গ্রেফতার ও অজ্ঞাতনামা ২০০/২৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশী অভিযান অব্যাহত আছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম(বার) সাংবাদিক দের জানান,কুষ্টিয়া সদর থানা,কুষ্টিয়া ইবি থানা, কুষ্টিয়া কুমারখালী থানা ,কুষ্টিয়ার খোকসা থানা সহ কুষ্টিয়ার সদর থানার দায়িত্বরত সার্কেল ও অফিসার ইনচার্জ গণ নিরবিচ্ছিন্ন ভাবে ছেলেধরা গুজব সম্পর্কে স্কুল-কলেজে কাউন্সিলিং,রাস্তায় রাস্তায় রিক্সায় রিক্সায় মাইকিং ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার দের সাথে নিয়ে জোরালো ভাবে গুজব বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন এত প্রচার-প্রচারণা করার পরেও কোন মহল যদি গুজব ছড়িয়ে নিরিহ মানুষ কে ছেলেধরা সাজিয়ে পিটিয়ে মেরে আইন নিজের হাতে তুলে নেয়,আমি তাদের উদ্যেশ্যে বলতে চাই গুজব রটনাকারী গণ সাবধান হয়ে যান। গুজব ছড়িয়ে নিরিহ মানুষ কে গণপিটুনি দিলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিচ্ছিত করা হবে।